আমার কম্পিউটার হ্যাক হ​য়ে গেছে, এখন আমার কী করণীয়?

 আমার কম্পিউটার হ্যাক হ​য়ে গেছে, এখন আমার কী করণীয়?

আপনি কি নিশ্চিত আপনার কম্পিউটার হ্যাক হয়েছে? হ্যাকিং সংক্রান্ত পরামর্শ দেয়ার আগে কিছু বিষয় জানা দরকার যে - কিভাবে হ্যাকিং এর বিষয় ধরতে পারলেন বা কি কি লক্ষণ দেখতে পাচ্ছেন। কারণ একেক হ্যাকিং এর ঘটনা একেক রকম, তাই পরামর্শও ভিন্ন হয়। আমি নিচে কিছু সাধারণ পরামর্শ লিখে দিচ্ছি।

হ্যাকিং সন্দেহ হলে করণীয় :

১. এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন। ভালো এন্টিভাইরাস যেমন - kaspersky, bit defender বা malwarebytes মতো এন্টিভাইরাস, হ্যাকারদের কাজকর্ম শনাক্ত করতে পারে। এতে করে হ্যাকারের এক্সেস বা নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারবেন।

২. এন্টিভাইরাস গুলো কাজ করতে ইন্টারনেট ব্যবহার করে থাকে। তবে যদি সম্ভব হয় তাহলে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিতে পারেন। এতে করে হ্যাকারের নিয়ন্ত্রণ কমে যাবে অনেকটা।

৩. হ্যাক করার পর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করাটা, হ্যাকারদের জন্য একটা কমন বিষয়। হতে পারে ইতিমধ্যে আপনার বিভিন্ন পাসওয়ার্ড বা একাউন্ট ইনফো চুরি করতে পারে হ্যাকার। তাই সব পাসওয়ার্ড পাল্টে ফেলুন।

৪. ব্যাংকের লেনদেনে বা কোন এপসে বা কোথাও কোন অস্বাভাবিক আচরণ ধরা পড়ে কিনা লক্ষ্য রাখুন। কারণ হ্যাকার আপনার ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে টাকা চুরি করতে চাইবে। এমন ঘটনা দেখলে কার্ড বন্ধ করা বা কর্তৃপক্ষকে জানাতে পারেন।

৫. ক্র্যাক সফটওয়ার পরিহার করুন। ইন্সটল করা সফটওয়ার নিয়মিত আপডেট করুন।

Amanul Islam

I am Simple.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন